তেলের চেয়ে কম দামী
-----------------------------
ইদানিং তেলের চেয়ে কম দামী মনে হয় নিজেকে।
লজ্জায় দাড়াই না
টিসিবির  সারিতে।


কি এক সময় এসেছে!
পেটে ক্ষুধা নিয়ে স্মার্ট  ফোন চালাই।
এই আমারে আমি আগে চিনি নাই।
কি? কি শুনলাম।!!
ও হ্যাঁ
ঘরে চিনি নাই।
সবজির ডালাতে চালের আড়তে
আজ আগুন  জ্বলে।
কেমন পোড়া গন্ধ চারদিকে
জানো,অভাবের কষ্টে বুক পুড়ে ছাই।


পুড়ে আজ হৃদয় হয়েছে গ্রীল।
কবিতা আজ হিসেবের খাতায়
শুকিয়ে যাওয়া অনুভূতির পাতায়।
আমিষের আর ভাতের ক্ষুধায়
চিল হয়ে উড়ে ভালবাসার কোকিল।


ইদানিং তেলের চেয়ে কম দামী মনে হয় নিজেকে।
লজ্জায় দাড়াই না
টিসিবির  সারিতে।
পেছনে খালি হাত বেধে
আমি আসি ফিরে বাড়িতে।