তুমি এলে
-------------
তুমি এলে পড়ন্ত বিকেলে
এলে বড়ো অবেলায়
তুমি এলে হেলানো সূর্যে
এলে নিদারুণ অবহেলায়।


কত জন্মের অপেক্ষায়
কত রাতের দীর্ঘশ্বাসে
এক পলকে তুমি এলে
পালকের মতো  ভেসে
মুক্তার মতো  হেসে
বাউন্ডুলের বেলা শেষে।

এলে হয়ে সেই কাংখিত ঝড়
অলকে ঝলকে ভেঙে মনপাথর
শতটুকরায় ভেঙে আমি হয়ে কাঁকর
একটু করে গড়িয়ে চলি তোমার ঘর।


এত পথ বাঁধা  পেরিয়ে
কোন পহরে শেষ হবে ,
কখন  পৌছাব তোমার তর।
কেন যে এলে শেষ বেলায়
পড়ন্ত বিকেলে অবেলায়
মধ্যাহ্নের  শেষ  ম্লান সূর্যে
সেই তো এলেই প্রিয়তি
এলে নিদারুণ অবহেলায়।