গত থেকে সূচনা তোমার,
অন্তহীন রাখার বাসনা আমার ৷
একজন রিংকু তুমি,
এক উদ্ভট পথযাত্রীর কাছে
উপহার তুমি ৷
রচনার সূচনা তুমি,
কিংবা কল্পনার ৷
কিঞ্চিৎ হাসি তোমার,
তীব্র প্রতিক্ষা আমার ৷
একটু হাসি শুনতে পেলে
কেঁপে উঠে আপন ধার ৷
কৃষ্ণ তোমার চুলের বর্ণ,
ব্যাকুল আমি তনু আভার ৷
একজন রিংকু তুমি,
তুমি কনক, তুমি রুপক
তন্দ্রাবিলাসে তুমি নিশীথিনী৷
তুমি বিভা, তুমি তরু
হিমালয়ের রুপা তুমি ৷
অব্য থেকে 。。。。。。。
তুমি আমার
সব কিছুতেই শ্রেষ্ঠ তুমি
এক মহাকালের শূন্যতা পেরিয়ে
তুমি মোর,
জীবনের ভরা তটিনী৷