আদি থেকে শুরু করছি আবার৷


তুমি মোর সর্বহারা 
সদ্য জাগতিক কন্দের বিধান,
যেন আমার সব রাজত্বের 
অধিকারত্ব তোমার৷


গভীর কাননের মাঝেও 
তুমি যেন এই অমানবের,
দীপ্তির পথচলা৷



বারবার তন্দ্রা হতে জেগে
ওঠার  মতই এক বিলাসী
          প্রত্যাবর্তন আমার৷ 


ধরে রাখা অথবা
ছেড়ে আসার মত
যৌগ্যতাটা পর্যন্ত  হয়নি যে আমার ৷


অতিশা লোভ সামলানোর
এই তুচ্ছ কাজটিও যেন
আমার জন্য নয় ৷


এই বিধঘুটে সমাজের
     কাঁটাতার থেকে,
তোমাকে মুক্ত করার
দৃঢ় পথ সৃষ্টির প্রতিক্ষায় আমি ৷


যদিও আমি জানি,
এই প্রতিবন্ধকারী সমাজ
আমায় কক্ষনও ছাড়বেনা ৷৷


ওরা হত্যা করবে আমায় 
হ্যা, আমায় ৷ 
আমি জানি ওরা কঠোর 
হ্যা, কঠোর ৷ 
নৃশংস দানবের মত৷


ওরা হত্যা করবে আমায় 
ওদের সুশীল বক্তব্য দ্বারা৷ 
     ছাড়বেনা ওরা আমাকে,
       ছাড়বেনা মোর সত্তাকে৷ 
    
এক নির্লজ্জ যুবকে 
           অভিভূক্ত করে,
নিয়মের বেড়াজালে নিক্ষেপ করে 
      নির্মম ভাবে হত্যা করবে আমায় ৷


কিন্ত .... কিন্তু তুমি,
     ভূলেও তোমার
একফোঁটা চক্ষুজল ঝরাবেনা ৷ 


তুমি যেওনা পড়তে
    আমার এপিটাফের লেখাগুলা,
   কখনও যেও না ছূঁটে 
আমার নিস্তব্দ সমাধির পানে ৷


কিন্তু আমি জানি,
   তুমি তা পারবেনা ৷ 



একজন রিংকু তুমি,
     তুমি ভূলে যেও,
মাটিতে লেপ্টে থাকা 
  আমার বীভৎস শরীরটাকে৷


ভূলে যেও, ২০১৯ শের 
    ২৩ শে সেপ্টেম্বরের এর
     অপূর্ন সপ্নটাকে ৷ 


মুছে ফেলো আমার প্রতি 
তোমার বিশ্বাসগুলোকে৷


আর ভূলে যেও রুপাকে,
এবং রুপাকে ঘিরে বুনা সপ্নগুলোকে৷


হয়তবা আমার মস্তিস্ক
  হারিয়ে ফেলবে তোমাকে,
কিন্তু পারবেনা হারাতে রুপাকে ৷


আর, তার লাল টিপকে৷