আজ থেকে ভালবাসা নিষিদ্ধ হবে
পার্কের বেঞ্চিতে বসে আর স্বপ্ন বোনতে দিবে না
হাটতে দিবে না হাতে রেখে হাত
বসতে দিবে না আর চৌরাস্তার মোড়ে
কিংবা চায়ের স্টলে
চাঁদের সাথে কথোপকথন
কিংবা বর্ষা দুপুরে
ভিজে একাকার হওয়া প্রেম
আজ থেকে নিষিদ্ধ হবে
নিষিদ্ধ হবে যাবতীয় মানবিকতা
আর খুন করা হবে
সকল শুদ্ধাচার, প্রতিবাদী জীবন
যাদের রক্তে রঞ্জিত হবে
সৈরাচার, ধর্মান্ধ সমাজপতি পাপী
আর শোষকের দুই নয়ন।