আজ এখানে কাল ওখানে
একদিন চলে যাবো নিশ্চয়
শিশির ভেজা এক ভোরে
আত্নজার চোখের জলে
ভিজে যাবে শুকনো বালিশ
স্বরণ করে মমতার হাত
কান্নার জলে সতেজ হবে
কিছু পুরুনো দূর্বাঘাস
মুছে যাবে আমার রসায়ন
তোমাদের মস্তিস্ক হতে
ভুল গুলোও ভুলে যাবে
প্রিয় মানুষের দল
আজ এখানে কাল ওখানে
একদিন চলে যাবো নিশ্চয়
ভুলে যাবে, তবুও বেচে থাকবো
খুব বিষন্ন কোন দুপুরে
আমার আত্নজার প্রিয় কোলে!!!