এইসব দিন রাত্রি পরে রইবে
ঠিক কত শতাব্দী চলে যাবে
কোন হিসেব রহিবে না
বিনিদ্র রক্তচক্ষু মাটি হবে
সময়ের হিসেবে কয়েকটা দিন
অতঃপর কি নিঃশব্দে চলে যাবো
পৃথিবীর সমস্ত সুখ যন্ত্রণা
নিমিষেই হারিয়ে যাবে
এক নিশ্বাস দূরত্বের মধ্যে
অথচ ছুয়ে দেখা হবে না
বিষদ কল্পনা রাজ্য হাহাকার
করে বিলীন হয়ে যাবে
তোমাকেই চলে যেতে হবে
যে আমাকে দেখছ আজ
যে নীল চোখের দিকে তাকিয়ে
দেখ এক নিশ্বাস দূরত্বের ব্যবধান
কিন্তু তোমার ঈশ্বর আমাকে
নিয়ে গেছে কত দূরে
এইসব দিন রাত্রি এখন পরে রইবে
ঠিক কত শতাব্দী চলে যাবে
কোন হিসেব রহিবে না!