শুনলাম, বাংলাদেশ নাকি খুন হয়ে গেছে?
ভাগাড়ে ফেলা হয়েছে লাশ! ভাগাড়ে!!
টেনে হিঁচড়ে খাচ্ছে কয়েকশত শকুন?
বিবস্ত্র ছাপান্ন হাজার বর্গমাইলের দেহ
টেনে হিঁচড়ে খাচ্ছে কয়েকশত শকুন!
আমি অন্ধ, আমি বোবা..... তাই
শুনেছি গোংরানির শব্দ পাচ্ছি রক্তের ঘ্রাণ
পতপত করে উড়া শকুনের আওয়াজ
টেনে হিঁচড়ে খাওয়ার বিদঘুটে শব্দ!
আজ কোন আওয়াজ নেই খুনের বিরুদ্ধে
নেই কারো কাছে একটুকরো কাপড়
কোথাও কানাঘুঁষা নেই শকুন তাড়ানোর!
ষোল কোটি মানুষ অন্ধ, আমার মত বোবা
তাড়া শুনছে বাংলাদেশ খুন হয়ে গেছে
বিবস্ত্র ছাপান্ন হাজার বর্গমাইলের দেহ
টেনে হিঁচড়ে খাচ্ছে কয়েকশত শকুন!


এই অন্ধ বোবা, মৃত প্রায় আমি
এখনো বেঁচে আছি, হ্যাঁ বেঁচে আছি
কোন এক সূর্যদয়ে, শকুন তাড়িয়ে
বাংলাদেশকে কাঁধে নিয়ে উঠে দাঁড়াবো বলে।