যখন তুমি আমার কাছের হও
কিংবা থাকে কিছু স্বার্থের হিসাব
তখন তোমাকে আমি আমার মত আকৃতি দেই
ভাবি আমার মত করে
আমার সমস্ত কিছুর অনুভব
তোমার মধ্যে আবিষ্কার করতে পারি
তোমার দুঃখকে ছুয়ে দেখে
ব্যাথীত হই তোমার মতোই
লাগিয়ে দেই ব্যাথার মলম
তোমার আনন্দকে
করে দিতে চাই দ্বিগুণ
যেমনটা চাই আমি মানুষের কাছে
তেমন করে দাঁড়াই তোমার পাশে
বারবার তোমাকে আমার মত আকৃতি দেই
ভাবি তুমি আমার মতই মানুষ
আর যদি তুমি আমার কাছের না হও
অথবা না থাকে কোন স্বার্থের হিসাব
তখন তোমাকে আমার মত আকৃতি দিতে পারি না
কিংবা তোমার কোন কিছুই আমাকে ছুতে পারে না
এমনকি তোমার মৃত্যু যন্ত্রণাও আমি উপেক্ষা করে
চলে যেতে পারি অনায়াসে
তখন আমি ভাবতে পারি তুমি একটা মাংস পিন্ড
এর চেয়ে বেশি কিছু নও!!