মিমাংসা করো আমি বাচতে চাই
অক্সিজেনে নিকোটিন বুকের ভেতর
কষ্ট জমায়, আমি বাচতে চাই
যার দোয়ারে হাত পেতেছি
সেতো আজ গভীর ঘুমে,
আমি নিদ্রাহীন, বড় অসহায়
মিমাংসা করো আমি বাচতে চাই
.
বিকাল বেলার সোনালী রৌদ্রছায়া
ধূমায়িত চায়ের কাপ, কিছু কোলাহল
কিছু নির্জনতা, আর নদের ঢেউ
আমি রেখে দিয়েছি তোমার জন্যে
.
শরৎতের যতো সাদা রং আছে
শীতের যতো শিশির, গোলাপের লাল
চাঁদের যতো হাসি, আকাশের নীল
আমি রেখে দিয়েছি তোমার জন্যে
.
মিমাংসা করো আমি বাচতে চাই
তোমার না থাকা বুকের ভিতর
কষ্ট জমায়, আমি বাচতে চাই
যার কাছে আজ মানবো হার
তার ভাবনায় অন্য কেউ
আমি পথ হারায়, বড় অসহায়
মিমাংসা করো আমি বাচতে চাই