আমার মৃত্যুতে
কোথাও কোন কিছু অপূর্ণ থাকবে না।
ব্যত্যয় ঘটবে না কোন নিয়মে,
একদিন বা দুদিন
হয়তো আরো কম সময়
চুলোয় উঠবে না কড়াই হাঁড়ি।
দক্ষিণ পাশে পাতা বেঞ্চিটা
যেখানে আমি বসতাম নিয়ম করে
সেটা হয়তো ক্ষণিককাল ফাঁকা ফাঁকা লাগবে।
যে বিছনাটাই শুইতাম
সেটাও কেও দখল করে নিবে,
ফাঁকা রইবে না জানি!
আমার মুখের শব্দ, অভিমান কিংবা ভালবাসা
খোঁজার মত কেউ থাকবে না
অথচ চারদিকটা লোকে পূর্ণ।
যে কাপে চা'য়ে চুমুক দিতাম
কিংবা আমার চটি জোড়ও
মানিয়ে নিবে অন্যদের সাথে।
আমার কাপড় হয়তো দু একদিন পরে রইবে
তারপর ওঠে যাবে কারো গায়ে।
দেয়ালে টাঙানো আমার সফেদ ছবি
একনাগাড়ে তাকিয়ে দেখবে
আমার মৃত্যুতে
কোথাও কিছু অপূর্ণ থেকে যায় নি!!