কেমন আছিস?
ভালো তো?
চৈত্র সংক্রান্তি চলিয়া গেল....
কই? পত্রতো দিলি না?
গত বসন্তে বলেছিলি....
পৃথিবীর সব গোলাপ তোর চায়!
সাধ্য আছে কি আমার
তোর কথা ফেলে দিতে!
বসন্ততো চলিয়া গেল
কতগুলো গোলাপ বাকি রইলো?
বলিবার সময় হইলে বলিস?
দেখ, কত পূর্ণিমার চাঁদ ডুবিয়া যাইতেছে!
কই তর বুঝি সময় হয়না?
এত ব্যাস্ততার মাঝে
ভালবাসার সাধ কেন হয় তোর?
বুকের মধ্যে লুকিয়ে রাখা
একটা কবিতা শোনার ইচ্ছে ছিল তোর।
সময় বুঝি ফুরায় না তোর?
দেখ, বর্ষা ঝড়ে ঝড়ে সব প্লাবিত হলো
অথচ একদিন সময় হলো না তোর
বৃষ্টিতে ভিজবার!
কেমন আছিস?
ভালো তো?
চৈত্র সংক্রান্তি চলিয়া গেল....
কই? পত্রতো দিলি না!
এত ব্যাস্ততার মাঝে
ভালবাসার সাধ কেন হয় তোর?