না, আমি তোমাকে চাই না
তোমাদেরকেউ চাই না!
আমি কখনো এক টুকরো মাটি
খড়কুটো, মাটির ঘর
এক পেয়ালা পানি
কিংবা শুকনো রুটি, ভাত
চাই না, কখনো চাই না!
যখন আমৃত্যু দন্ডিত আমি
বিশাল আকাশ দেখি
কিংবা নীল সমুদ্র
তখনো মুক্তি চাই না
আমার দন্ডিত জীবন
আমাকে সব দিয়েছে
তোমার কায়াহীন শরীর
তোমাদের অফুরন্ত প্রেম
সীমাহীন আকাশ সম ঘর
অফুরন্ত রুটি ভাত
সব সব দিয়েছে
দন্ডিত আমি শুধু মৃত্যুকেই পাই না
তোমার চলে যাওয়া
তোমাদের না পাওয়া
এসবে অনুভূতি নেই
আজীবন দন্ডিত আমি
শুধু মৃত্যুকেই পাওয়া হলো না!!