আমি ভেবেছিলাম
মানুষ বোধহয় পাখি হতে পারে না
আকাশ হতে পারে না
হতে পারে না শিশির দূর্বা ঘাস
হতে পারে না সমুদ্র
কিংবা নদীর ঢেউ
আমি ভেবেছিলাম
মানুষ বোধহয় হতে পারে না
শরতের কাশফুল
ভাদ্রের ভরা পূর্ণিমা
কিংবা ঘোর বর্ষা
আমি ভেবেছিলাম
মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে
যে মূর্তি দেখতে পায়
সেই মূর্তির আমৃত্যু পূজারী হয়
আমি ভেবেছিলাম
অনেক কিছুই ভেবেছিলাম
আজ দেখো ভাবতে ভাবতেই
আমার কেটে গেলো
একত্রিশ টি ফাগুন!!