শীত তুমি এই তো সেদিন এলে,
পাতা ঝরা আজ এই বিকেলে,
ভাবি নিকটেই তোমার চলে যাওয়া।
নরম রোদের আলতো পরশ,
আমায় করছে আর ও অলস,
পুকুর ধারে বসে দেখি তার শুকিয়ে যাওয়া।


পাড়ার ছেলে রা নেমেছে সেথা,
মাছেদের আর রক্ষ্মা নাই।
যতই লুকাও কাদার মাঝে,
ওদের তাতে ক্লান্তি নাই।
যেমন খুশি তেমন ধর, কেউ দেবে না কাড়া।


পাখ পাখালি গাইছে তাদের কিচিরমিচির গান,
জেনেছে তারা হয়ে যাবে শীতের অবসান।
এমন দিনে মনে পড়ে শৈশবের কথা,
জীবন ছিল হাসিখুশি, ছিলনা এত ব্যাথা।
সেদিন গুলি হবেনা আর তো ফিরে পাওয়া,
পুকুর ধারে বসে দেখি তার শুকিয়ে যাওয়া।