মস্ত আকাশ মাথার উপর দিয়ে যায়
তাহার নিচে আমি
দাড়িয়ে আছি একা হায়,
বড় একা,
দু দন্ড কথা বলিবার কেউ নাই
পাশা পাশি হাত ধরিয়া দিবে যে সান্ত্বনা
এমন কাউকে কোথা পাই,
মস্ত আকাশ সাথে খা খা রৌদ্দুর
নিচে দাড়িয়ে আছি আমি
একা, নিয়ে দুখের সমুদ্দুর,
কেউ নেই দুঃখ গুলোকে ভাগ করবার
কেউ নেই গলা ধরে কাঁদবার।।
আমি একা
তাহার উপর আছে এই আকাশ
সাথে বইছে নিঃসঙ্গ বাতাস ।।
রাত নিঝুম
স্বপ্নেরা দিচ্ছে ঘুম,
শুধু আমি একা আছি জেগে
নিজের হাতে হাত রেখে,
আমি একা, বড় একা ।।