কিছুদিন ধরে তাকে স্বপ্নে দেখছি,
একদিন দেখা হয়েই গেলো এক অচেনা শহরে,
মনের চোখ দিয়ে দেখলাম তাকে,
তাকালো আমার দিকে,
বেশ সুন্দরী লাগছিলো নীলপরীকে ।
কারণ সেদিন সে পড়েছিলো
নীল শাড়ি,নীল চুড়ি,
এলো মেলো চুল
বেশ অপরুপ লাগছিলো তাকে।
এযেনো নীল নিয়ে নেমে আসা
এক নীল পরী,আমার নীলপরী।
সে একটা মুচকি হাসি দিলো
ঠোঁটের হাসিতে এতোটাই মুগ্ধ চিলাম যে,
সেখানেও নীলের তীব্র ছাপ চোখে পড়ছিলো।


ভাবতেই দেখি সে চলে গেলো,
ভিড়ে মিলিয়ে গেলো সে।
এখন ভাবছি আবার কবে দেখা হবে সেই নীলপরীর।


বিঃদ্রঃ কাল্পনিক অনুসারে তাই সমাপ্তি হলো না। আগামী পর্বে সমাপ্তি করবো।