মঠবাড়িয়া আমার প্রিয় ভূমি দাওয়াত বন্ধু
আসার
দেখতে পারবে আসলে তুমি অপরূপ "মঠবাড়িয়া  "
আমার মঠবাড়িয়ার গুনের কথা কিভাবে
তোমায় বলি
জন্মেছেন এখানে অসংখ্য জ্ঞানী-
গুণী।
আসলে তুমি দেখবে সবই জুড়িয়ে
যাবে প্রাণ।
এই মঠবাড়িয়া বলেশ্বর  নদীর তীরে
সাজানো বাগান।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমার মঠবাড়িয়া।
অপরুপে রূপধারায় বিধাতার গড়া।


আরো দেখবে বন্ধু তুমি ঢেউয়ে ঢেউয়ে
খেলা
বলেশ্বরে এসে সাঁতার দিয়ে কাটিয়ে
দেবে বেলা।


এসো বন্ধু একটি বার এই ছোট্ট অপরুপ
মাটি।
তোমার  ক্ষুদা মিটাতে আহ্বান করি।


ধন্য আমি চির কৃতজ্ঞ জন্মেছি এই
মঠবাড়িয়ায়।
ছোট এই শহরে
মরেও যেন থাকতে পারি অপরুপ
এই মাটিতে।


বিঃদ্রঃ আমি ইন্টারে পড়াশোনা করেছি ঢাকায় গুলশান কমার্স কলেজে, সেই সৌভাগ্য ক্রমে আমার কিছু কলিজার  বন্ধু ও বান্ধবী হয়, তাদের মধ্যে উল্লেখ্য যোগ্য, সাকিব,তৌফিক, সাইফুল,ফাহিম,তৃণা,নাইছ,শান্তা সহ আরো ৪/৫ জন ওদের উদ্দেশ্য করে এই কবিতা টা আমার লেখা।