আমি থাকি বলেশ্বের পাড়ে
ঐ খানে আমার বাড়ী।
আমার দাদার ছিল নাকি
মস্ত জমিদারি।


নদীর তীরে বসত আমার
এক চালার এক নীড়।
নদীর দিকে তাকিয়ে থাকি
যেথায় ছিল সবই।


আমি থাকি বলেশ্বরের পাড়ে
ঐখানে আমার বাড়ী।
বাবা মরল জায়গার শোকে
মা গেলো রোগে ভুগে।
আশে পাশে আছে স্বজন
আছে প্রতিবেশী।


আমি থাকি বলেশ্বরের পারে
ঐখানে আমার বাড়ী।
অনাহারে দিন কাটে মোর
কষ্ট নেই তাতে।
বউয়ের কোলে বাচ্চা দুটো
খিদের জ্বালায় কাঁদে।
দুঃখ আমার চির সাথী
কাদের কাছে বলি।
সরকারি সব চাল-গম
নেতাদের পকেটেই থাকে।


আমি থাকি বলেশ্বরের গাড়ে
ঐখানে আমার বাড়ী।
আমরা নাকি গরীব দুঃখী
নাহি বঞ্চিত জনগণ।


বিঃদ্রঃ আমার বাড়ি মঠবাড়িয়া, কিছু দিন আগে মঠবাড়িয়ার কোল ঘেঁষে বয়ে যাওয়া বলেশ্বরের তীরে যাই, ওখানের এক প্রকৃতি ও সমাজের কাছে হেরে যাওয়া যুবকের কথা গুলো কাব্য আকারে প্রকাশ করার চেষ্টা।