বহুকাল,
ঢাকায় দেখিনা তোমায়,
স্নিগ্ধ আকাশ,
বিকেলের শেষ আলোতে,
বহুকাল দেখিনা তোমাকে।
যতটুকু আলো থাকে ততোটুকু
অপেক্ষায় থাকি,
কুয়াশারা চুপিশারে
জড়িয়ে নেয় আমার শেষ দীর্ঘশ্বাস।
পড়ে থাকে শুধু শুন্যতারা,
আর তোমাকে না পাওয়ার অস্থিরতা ।
ঢাকায় দেখিনা তোমাকে।


(সংক্ষেপিত)