হে কবি, তুমি বীর,
                  দেশের  শক্তি তুমি।
কখনো করোনা মাথা নত ,
                অন্যায়কে করোনা ভয় ।
তুমি জাতীয় কবি নজরুলের  উত্তরসুরি,
            তুমি বিশ্ব কবি  রবির যোগ্য যোদ্ধা ;
তোমার লেখায়
             গড়ে উঠিবে এক নতুন বিশ্ব।
লিখে যাও হে সৈনিক,
                     ভয় নেই তোমার।
বন্ধু তুমি অনির্বাণ,
             তোমার নেই কোন পরাজয়।
লিখিতে থাকো তুমি,
               চলুক তোমার অস্ত্র  কলম;
থেমো না কখনো হে বন্ধু।


চলুক তোমার কলম
                      বাড়িয়ে যাক গতি।