আজই হবে সব শান্ত,
দুয়ারে দাঁড়িয়ে যম;
ডাকছে ওরে আয় বাচা,
আকাস দিকে চোখ মেলে তাঁকা।
শেষ হবে দিধাদন্ধ,
যত আছে ভুল ভ্রান্ত।
দেহের সাথে দিব সব আড়ি
যত আছে দালানকোঠা-গাড়ি।
দু'হাত বাঁড়িয়ে কেঁড়ে নিবে প্রাণ,
শূন্যে মিলিবে আঁখির ও বান।
জগৎ ময়ের ভালবাসা ছেড়ে,
আতৃীয়-স্বজন ঘুচিব হেথায়।
আজই হবে সব শান্ত,
দুয়ারে দাঁড়িয়ে যম।
...........................( #বিন্দুমাত্র_প্রাণ)