অনেক অপেক্ষার পর  যেদিন তোমার
কাছে এসেছিলাম, সে দিন  অনেকটা
জোর করেই তুলে দিয়েছিলাম একটি গোলাপ
ঠিক তার একটু পরেই অবাক কণ্ঠে বলেছিলে-
"আমাকে সত্যিই ভালোবাসো?"


আমি শুধু  বলেছিলাম- হাঁ,অনেক  ভালোবাসি।
তারপর কিছু না বলেই চলে গেলে নিঃশব্দে।
নদীর পানি যেমন করে যায় শুকিয়ে যায়,
তেমনি আমার আসার আলো অন্ধকার হয়ে গেলো।


আমি ঝাপ দিয়েছিলাম ঘামের সমুদ্রে; বিস্ময়ে-
পড়ছিলাম তোমার  স্তব্ধতায় লিখিত সম্মতির চিরকুট।
পরের দেখাতেই দুইজনের  ঠোঁট ন্যূনতম দূরত্বে এসেছিল।