ভালোবাসায় আছে এমন আচ্ছন্নতা,
তুমি তা জানো কি?
প্রিয়তমার পদতলে লুটিয়ে পড়ুক–
জগতের সব কল্যাণেরা; প্রত্যেক শুভাকাঙ্ক্ষী চিত্তে পুষে রেখে জপে যায় সারাক্ষণ,
প্রেম তো আর ষোল আনা স্বার্থ জানে না।


ভালোবাসায় আছে আরেক আচ্ছন্নতা,
তুমি তা বোঝো কি?
খোপার তারায় চাঁদের আলোকে চোখ ধাধিয়ে যাক–
আলতো টানে খোপাখানা খুলে প্রেমিকের ভাষাতীত চাহনী প্রতি মানবীরই অবলোকনের তীব্র মর্জি হয়,
প্রেম তো আর পার্থিব আড়ম্বরতা বোঝে না।


ভালোবাসায় আছে অনিবার্য আচ্ছন্নতা,
তুমি কখনো তা খুঁজেছো কি?
বৃষ্টিস্নাত নরম মাটির সিক্ত ঘ্রাণে মোহিত প্রাণ এক–
তব রাখালী মনের প্রীতি কেটে আকস্মিক হতচেতন  শিশুর মত প্রণয়ীরে খুঁজে নেয় তার,
প্রেম তো আর অচেনা প্রাণে মুখরতা খোঁজে না।