আমি খুঁজবো অবিরল;
হয় যদি তা চেষ্টার সহস্রবারও,
পরিচিত হাতের নরম স্পর্শ–যেন
শান্ত মেঘের ভেলায় ভেসে আছি কতকাল।


আমি ছুটবো অপার;
হয় যদি তা শনির বলয়ও
রপ্ত ঘ্রাণের স্নিগ্ধ আহ্বান—যেন
হাজারো হাসনাহেনার লতা ঘেরা আত্মা তোমার।


আমি বইবো অনিঃশেষ;
হয় যদি তা অভেদ্য প্রস্তরও,
কল্পকথক চোখের মোহনায়—যেন
শতাব্দী পেরিয়ে গেছে তবু রয়েছে তার রেশ।


নক্ষত্রেরা নীড় ছেড়ে তার—
আঁচলে ঠাই খুঁজে লয়,
সেই চোখ ধাধানো আলোর মেলায়,
অস্তিত্ব মোর ফিকে মনে হয়,
লক্ষতারার অন্তরালে চাঁদটা তার—
একলা জেগে রয়।