দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে একবার
তা কি আর ফিরে আসবেনা কোন এক ভোরে?
কোন শীতের পাখির ডানায় করে, হিম বাতাসের শোঁ শোঁ বহমানতায়?
আবার ফিরে আসি যেন বৃষ্টির ফোটা হয়ে,
অন্ধকারে মিশে থাকা শেয়ালের ডাকে,
কোন শাশ্বত রাত্রির নক্ষত্রের আলো গায়ে মেখে –
তোমার জানালার ওই করুন প্রেমহীন অনুশোচনায়।