বিদায় বেলায়,
ভরসন্ধ্যে ঝিঝি ডাকে;
চিরচেনা কান্না মেখে,
তারারাও যেন আধারে মিলায়;
অপূর্ণতার চিহ্ন রেখে,
রাত্রিবেলার দমকা হাওয়া;
মনকে বড় উদাস করে,
মেঘেরাও বুঝি কষ্ট পেলে-
ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে?