জানিনা এ কেমন প্রণয়, কেমন মায়া
কপালের টিপেরে জিজ্ঞেস করো তার—
পরিতোষের কারণ; জিজ্ঞেস করো অত তীব্র অনুরক্তির কারণ কি তার?


ভোরের ফিঙে পাখিরে জিজ্ঞেস করো তার—
উদাসীনতার কারণ; জিজ্ঞেস করো মন ভুলে
পথ হারানোর কারণ কি তার?


হুমায়ুনের হিমুকে জিজ্ঞেস করো তার—
ঘরে না ফেরার কারণ; জিজ্ঞেস করো অব্যক্ত
ওই শূন্যতার কারণ কি তার?


চঞ্চল বাতাসকে জিজ্ঞেস করো তার—
এই ব্যস্ত সুরের কারণ; জিজ্ঞেস করো নিরবধি
বয়ে যাওয়ার কারণ কি তার?


উত্তর দিলে বিধাতা এসে,
তোরা জিজ্ঞেস করিসনে আর; যন্ত্রনা দিসনে আর
এ প্রণয় ভাষাতীত, বিমল; নয় অসাড়
যে প্রাণ নিরলস সাধনায় খুঁজে নেয় ইপ্সিতেরে তার।