হারিয়েছি অসীম আকাশের মতন উৎফুল্লতায়;
কেড়ে নিয়েছে বিধাতা বাঁধন চিড়ে দুমড়েছে পবনের রুক্ষমূর্তি,
কখনো তোমার কপালের টিপকে চাঁদ ভেবে-
কাটিয়ে দিয়েছি মৃত্যুর মত নিঃস্তব্ধ রাত্রি;
ক্রমে ক্রমে তা নিকষতা হারিয়ে দিগন্ত যাত্রি।


কি মনে করে যেন হঠাৎ তুমি হাসলে;
সময়ের নিরন্তর বয়ে যাওয়া নিমীলিত হয়ে অব্যক্ত মায়ায় ভাসলে,
আমি তোমায় শুচিস্মিতা বলে ডাকতেই তুমি আসলে–
ঝিঝিরা ঘিড়ে নির্বিকার।


মজেছি একাকী পাহারের মতন বিশালতায়;
তারাদের কান্না শুনে হরিণের মত সজাগ হয়ে কান পেতে-
দাঁড়িয়ে থমকে থেকেছি বহুবার; এই বুঝি তুমি ডাকলে,
হাতটি ধরে ভাগ্যরেখারে উপহাস করে হৃদয়ে যে প্রণয় জমেছে তা আঁকলে।