আমার সব কল্পনারা সাক্ষি ছিলো সেদিন,
যেদিন ভোরে ঘুম ভাঙতেই তোমায় ছুঁয়ে দিতে মনে নির্মল এক প্রণয় জাগে,
শুকনো ঠোটের প্রতিলিপিতে —
আমায় কি একবার হলেও
খোঁজ করবে?
অন্যথায় আয়না হাতে কপালে টিপ পড়তে নিয়ে;
কখনো কি ভুল করেও আমায় মনে করবে?
যদি মিলিয়ে যাই আকাশের গানে;
তখনো কি আমায় শোনার বায়না করবে?