দেখেছি শত দেয়াল–
আড়াল করে মনকাগজের আয়নাতে,
চেয়েছি নিবিড় বিকেলে–
সোনালি আলোর রঙ মাখানো বায়নাতে,
শুনেছি ছেলেমানুষি পদধ্বনি শিশিরের নিক্কণে
যা ছিলো প্রতি অনুভূতিহীন আত্মার বেনামা শিহরণে,
বুকে নিয়ে প্রেম ঘুরেছি; ভেবে মনের কথা কবি,
জলের কান্নায় মিশে যেতে দেখেছি;
সিক্ত প্রাণের প্রতিচ্ছবি।