তোমার জন্য লিখতে লিখতে
সকাল কখন ভোর হয়ে যায়
আরম্ভটা এগিয়ে যায়
আরও একটা শুরুর পাতায়।


অশেষ তুমি লড়েছিলে
দশের লড়াই একার হাতে
একাধারে শিখিয়েছিলে
কবিতা থেকে ধারাপাতে।


তুমিই হলে মা সারদা,
তোমার কাছেই বর্ণ শেখা
তুমিই রমা শক্তি দুর্গা
তোমার জন্যই জগৎ দেখা।


তুমিই যেমন পিচ্ছিল পথে
পৌঁছে দিলে দ্বারভাঙার সিঁড়ি
এগিয়ে দিলে হাতটা ধরি
তুচ্ছ করে সমাজ বেড়ি ।


শুরু হল আবার লড়াই
জীবন যুদ্ধে জেতার সংগ্রাম
শুরুতে যেমন আজও তেমন
সমানভাবে পাশে পেলাম।


এলে তুমি ধ্রুবতারা হয়ে
জীবন নীলিমার অভ্যন্তরে ..
অঙ্গুলিতে ছিল পথনির্দেশ,
অজেয়কে জয়ের তরে।


ডাললেকের শিকারাতে,
কিংবা ভুবনডাঙার মাঠের ধুলো
হাসিতে তোমার মিশে ছিল
আমার সুখের প্রাপ্তি গুলো।


রাতুল পায়ে ঠাঁই দিও মা
ভুলিয়ে দিও সব প্রমাদ
পাই যেন মা অতুল স্নেহ
মাথায় রেখো আশীর্বাদ।
(২৭/৪/২০২০)