হাজার বছর পরে তোমার তরে মিলাতে আসলাম ছন্দ,
যদিওবা জানি তোমার দোর মোর জন্যে আজীবন বন্ধ।
মন্দ কি তাতে?
তোমার তরে লিখা ছন্দ জপবো আপনার সাথে।
এতেই তো আমি খুঁজে নিতে পারি জীবনের নতুন এক স্বাদ,
তোমার সাথে জীবন কাটাবার কত যে ছিল আহ্লাদ!


জীবনকে উপভোগ করবো আমি?
জীবন তো আমার কাছে শত সহস্র দামি।
এত কিছুর পরেও তোমাকে পায়নি আমি,
আপনার অন্তরাত্মাকে হারিয়ে হয়েছি অন্তর্যামী।


তুমি তাও শুনোনি আমার বেদনা,
যাতে মনগাত্রে অনুভব করছিলাম অসহ্য যন্ত্রণা।
সেদিনের পর থেকে হারিয়েছি তোমার আশা,
কিন্তু মুহূর্তের জন্যও কমেনি তোমার প্রতি আমার একান্ত ভালোবাসা।


আজও তোমাকে ভালোবাসি,
যেভাবে বেসেছিলাম আমার মেসোপটেমীয় অবস্থার আদি হতে,
কথা দিয়েছিলাম নিজেকে- হবো তোমার অনন্তকালের ভালোবাসার চাষী।
কিন্তু আজও তোমায় খুঁজে বেড়াই হেমন্ত থেকে শরতে।


আরও হাজার বছর পরেও আমি খুঁজবো তোমার ভালোবাসার গন্ধ,
যদিওবা জানি তোমার দোর মোর জন্যে আজীবন বন্ধ।
মন্দ কি তাতে?
তোমার গন্ধ না পেলেও আমি বাঁচব আপন সাথে।
এতেই তো আমি খুঁজে নিতে পারি জীবনের নতুন এক স্বাদ,
তোমার সাথে জীবন কাটাবার কত যে ছিল আহ্লাদ!