মন পুড়ে, মন কাঁদে, ছুটে যেতে সেই মায়ের বুকে, যেখান মা ও মায়ের মতো ভূমি আগলে রাখে, মুক্তা যেমন থাকে ঝিনুকে ।
এ কেমন জীবনের নেশা, অভিশপ্ত সম্পদের আর নিজেকে বড় দেখানোর পিপাসা ।
কতদূর মা তোমাদের থেকে, সাধের বস্তুর মাঝে ডুবে থাকা, পাওয়া না পাবার যুদ্ধ কষে, গড়েছি একি মর্মরে আজব জগতে বাসা ।    
কোথা তোর জীবনের সুখ, কোথা তোর জীবনের সেই মানুষ, যে করবে না দুঃসময়ে তাকে বিমুখ ।