আমি ভাবি নাই জীবনে এমন হবে
জীবন চলার প্রতিটি পদ রুদ্ধ পথ।
জীবন ঘন অরণ্যে আজ পতিত
পথে প্রান্তরে নির্বিকারে রুদ্ধ দ্বার
সিন্ধু তরঙ্গ ভাসায় আমায় নিত্য
সম্মুখে হেরি মরুভূমির চিত্রপট।
সঙ্গে আজি সকল বিমূঢ়-
চলতে আমায় বিঘ্ন আড়ম্বর।