দুঃখ বুকে হাঁটছি পথ!
অবিশ্রান্ত চোখ জেগে আছে বহুমাস ।
শীর্ণ চোখের কোটরে বিদ্যমান স্তুপাকার বিশ্রী আবর্জনা ।
কদর্য আপদমস্তক জুড়ে ঘূণে পোকা-
কুট কুট বাদ্য হাঁকে!
অবগুণ্ঠিত দু'চোখে ব্যাপৃত মহাসাগর তীব্র ঢেউ খেলে, আছড়ে পড়ে তপ্ত বুকে ।


মসৃণ পিচঢালা পথ হয়ে উঠে বন্ধুর পাহাড়!
হোঁচটের তীব্র ঘা'য়ে পড়ে যায় উজবুকের মতো
নাক ফেটে ফিনকি রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে রক্তস্রোত হয়ে!
চোখে, মুখে, বুকে, গা'য়ে জমাট বাঁধে রক্তিম জল ।
ফের, উঠে গিয়ে হাঁটি সীমাহীন পথে-
নেই, যোগ্য সংগী কোন!


আড়ষ্ঠ তৃষিত ঠোঁট নিখোঁজ জলের খোঁজে থাকে ভ্রাম্যমান ।
জৈষ্ঠ্যের উত্তাপে ওড়ে কাদা পোড়া জল!
আর, সে জলের পিছে হন্যে হয়ে ছুটি!