আমি যদি দক্ষ কোন মিস্ত্রী হতাম!
হয়ে যেতাম সবার সেরা কাব্য মিস্ত্রী,
কথার পিঠে কথা গেঁথে গড়ে দিতাম কথার সারি
একশ তলা, দুইশ তলা, তিনশ তলা দালান হত-
দালানের ঐ কার্ণিশ জুড়ে ঝুলিয়ে দিতাম পঙতিমালা
পঙতি জুড়ে বইয়ে দিতাম স্বচ্ছ সলিল ঝর্ণাধারা!


রোযনামচার পৃষ্ঠা জুড়ে থাকত কত মনের কথা
কেউ না বুঝুক বুঝতো সেতো আমার সকল দুঃখ-ব্যথা
থাকত কত রঙ বেরঙের অভিলাষি স্বপ্ন-মুকুল,
থাকত কত প্রেম-বিরহ!


শ্ব্দ নিয়ে খেলে আমি হয়ে যেতাম খেলার রাজা
অবাক হয়ে দেখত সবাই, থাকত হয়ে অবুঝ প্রজা ।
নেইতো ভাষা, শব্দমালা, নেইতো কোন প্রণয়-সুখ
পাথর চাপা কষ্টগুলো বাডায় শুধু মনের দুখ!