একটি ব্যতিক্রমী স্কেল প্রসূত দরকার!
কে হবে গর্ভধারিনী?
দশ মাস দশ দিন অ-বিরক্ত প্রচেষ্টায় ব্যাথাতুর পেটে-
বয়ে যাবে একটি শুক্র!
নাম তার মানবিক স্কেল ।
প্রতিদিন প্রতিরাত গবেষণাগারে হবে নির্ঘুম প্রতীক্ষা ।
কবে হবে নিরাপদ নবজাতকের আগমন?


বিধ্বস্ত, বিভত্‍স মনে ঝড় উঠে সাইক্লোন স্বরুপ
বেনামী সে খুনি বড়!
বেশ অগোছালো রুপে ধেয়ে আসে লাগামহীন ঘোড়ার মতন,
হার মানে অনায়াসে সিডর, সুনামী, নার্গিসেরা!
যেন কোন দানবিক আত্মা-
গোগ্রাসে চিবাতে থাকে নাড়ি-ভুড়ি সব!


তোমার নেতিবাচক রুঢ় উক্তিগুলো-
পাক খেয়ে ধেয়ে আসে সর্বগ্রাসী হয়ে,
উপড়ে পড়ে নিমিষেই বিশ্বাসের কঠিন শেকড়!
পরিমাপের অযোগ্য এই দানবীয় জলোচ্ছ্বাস-
চোখের পলকে বহুদূর. . . . . . . . ।
কত বেগে চলমান নির্ণয়ের নেই কোন সুযোগ্য সুপথ?
-এর একটা বিহিত দরকার!


13/06/2014