যদি কভু ঝড় উঠে তোমার মনের আঙিনায়
আমাকে স্মরণ কর-
আমার দুর্বার মন বাধা হবে পাহাড়ের মত ।
জমিনের গর্ভ চিরে যদি কভু জ্বলে উঠে হিংসাত্মক কোন দাবানল
জ্বালিয়ে পুড়িয়ে দেয় স্ফুলিঙ্গের মত!
আমাকে খবর দিও-
দমকল বাহিনীর আগেই ঝাঁপিয়ে পড়ব দাবানল বুকে ।
মনের অজান্তে যদি কভু পিষ্ট হও কোন লোমে ভরা বুকে
আমাকে ডেকেই দেখ-
আমি হব সুনামী পুরুষ!
অনাকাঙ্খিত তান্ডবে উপড়ে ফেলব উত্থিত পৌরুষ!
আমার হাতেই হবে রোজ কেয়ামত!


ভেবোনা; এসব কোন আবেগি কথার ইন্দ্রজাল,
তোমাকে পটাতে কোন সুশ্রী অভিনয়!
দিব্যি করে বলছি শোন; এতটুকু মিথ্যে কিছু নেই,
সবই হল প্রাণের কথন!
বিশ্বাসে ব্যাঘাত এলে ভুল করে ডেকে দেখ কোন ক্রান্তিকালে-
সেদিনই প্রমাণ হবে আমার প্রেমের গভীরতা ।
আমি ততোদিন প্রতীক্ষাতে. . . . . .।


23/06/2014
10:50PM