এখানে বর্ষণ হয় আপন ইচ্ছায়,
নিজ ইচ্ছাতেই হয়ত চলে যাবে ফের
মধ্যিখানে পড়ে রবে কাদা মাটি জল
আরো, রয়ে যাবে মনে উষ্ণ কোন মধুময় স্মৃতি!


এখানে বর্ষণ হয়; সংগী হয় বজ্রপাত নিজে
মাঝে মাঝে আলো এসে ধুয়ে দেয় কলঙ্কিত পথ
আমি ঠাঁই বসে রই পুব বারান্দায়
বৃষ্টি ভেজা ঠান্ডা বায়ু গায়ে লাগে বরফের মত
টি-শার্টের প্রয়োজন মন ছুঁয়ে ফিরে যায় অজানার পথে!
উদোম শরীরে জাগে মৃদু শিহরণ,
কেউ যদি সংগী হয় প্রেয়সীর মত!


25/06/2014
08:36PM