একটি রক্তাক্ত মুখ বিবেকের এ.সি. ঘরে নেচেই চলেছে বহুক্ষণ-
মগজে মগজে এক বেসুরো ইংগিত-
আমাকে ঢালাও হারে তেড়ে নিয়ে যাচ্ছে কোন উত্তপ্ত নরকে!
নরকের লেলিহান পারমানবিকতাই জ্বলে যাচ্ছে সমস্ত শরীর!
খসে খসে পড়ে যাচ্ছে বিবেকের জ্যোতির্ময় ছাল!


চোখের ভাষায় যার সমুদ্রের বিধ্বংসী গর্জন-
স্বয়ংক্রিয় মেশিনের মত উলট পালট করে দেবে সব ।
কোন অজুহাতে আজ বাধা হব তার পথে? সে যে বেপরোয়া!
সে যে খুনি, দুর্নিবার, ঈশ্বরের প্রকাশ্য ঘাতক!
তার কোন ধরাবাঁধা নাই! যাকে পাবে তাকে গেঁথে দেবে ছুরির আঘাত!
হোক সে আপন কোন; আপন রক্তেই আজ গলাবধি ডুবাবে শত্রুর-
তবু তাঁর মুক্তি প্রয়োজন!


আমার নীরবতাকে বুড়ো আঙুল দেখিয়ে সে আজ বিদ্রোহী সুপুরুষ ।
আমার নীরব স্বত্ত্বা তার কাছে নর্দমার কীট!
আমাকে জারজ বলে তিরষ্কার করেছে সে মুখ!


14/07/2014


এভাবেই গর্জে ওঠ ফিলিস্তিনি তরুন-যুবা । এটা তোমাদের প্রতি-