বাইকের পিছনে বসে একশো ষাট ডিগ্রি কোণে ঘুরে
দেখে নিলে আছি কিনা দাঁড়িয়ে কোথাও ।
একবারে ভরেনা মন; দ্বিতীয়বারে যেতেই হল!
ফেরালেনা চোখ তাই-
চোখাচোখি হয়ে গেল অদূরে দাঁড়িয়ে!


শুনেছি, চোখের বিষ হয়ে বেঁচে আছি?
তোমার ভূমিষ্ট দিনে আমার শুভেচ্ছা বাণী তাই-
ফিরে এল আমার ঘরেই!
বড় আক্ষেপের কথা! তবু-
আমার কোন আক্ষেপ নেই!
কেননা আমিতো জানি; লোক দেখানো ঘৃণায় তুমি বেশ দক্ষ,
বারেবারে আমাকেই ছোট হতে হই!


আমি যদি চক্ষুশূলই হই-
আমাকে দেখার পর কেন তুমি আমাতে আটকাও?