স্বপ্ন আমার সদা সর্বদা একটি ফুলকে নিয়ে
যে ফুলের মালা গলায় পরিলে দেখবে সবাই চেয়ে ।
বারেবারে শুধু ভেসে উঠে মনে ফুটছে একটি ফুল
প্রতিদিন ভোরে জল তুলে দিতে কখনো করিনা ভুল ।
তবুও কেন যে মনের গহীনে একটি খটকা বাঁধে
ফুলটি যে হায় ফুটল না ভবে কাঁটা হয়ে বুকে বিঁধে ।
হৃদয় দুয়ার খুলে দিয়ে ভাবি মন্দ কিছুনা ঘটে
তবু যেন শুনি কোন এক সুর! করুণ সে সুর বটে ।
.
কিছু কাপুরূষ নিত্য বেলায় ভাবে শুধু নিজ কথা
নীরবে যতনে বুকের গহীনে লাগে যে কতক ব্যাথা ।
স্বার্থ-সিদ্ধি মানুষ যারা যে নিজেকেই শুধু বুঝে
তারা যে নিজেকে নিয়ে শুধু ভাবে সকাল-দুপুর-সাঁঝে ।
বুঝেনা তারা যে ফুলের গন্ধ, কিরুপ যে তার ঘ্রাণ
নষ্ট করতে চাই যে তারাই কোমল ফুলের প্রাণ ।
.
নিশ্চুপ হয়ে থাকলে বসে যে আঁধার নামবে ভবে
তোর এত ভয় কাটবে কখন? কাটবে না কিরে তবে?
প্রতিবাদী আর সোচ্চার হলে ফুলের হবে যে জয়
ঘরে থেকে তোরা করবি কি আর? আয়রে কাটিয়ে ভয় ।
তোর মুখ পানে চেয়ে আছে দেখ কত শত-শত মুখ
ঘর ছেড়ে তোরা আয়রে বেরিয়ে ধররে চিতিয়ে বুক ।