মনে মনে যতদূর চলে যাওয়া যায়
নীরবেই যাচ্ছি চলে সেই পথ ধরে । আলো আঁধারের পথে-
বেজন্মা চাহিদাগুলি স্বপ্নীল সুখের ছক আঁকে ।
যেদিন আবেগী মনে ধরেছিল বিরহী ফাটল-
সেদিন থেকেই যেন পৃথিবী অচল!
অনাদর, অবহেলা নিত্যসঙ্গী হয়ে-
ছুঁয়ে থাকে মনের আকাশ!


মলিন মুখের মায়া বড় বেশি বেমানান! চতুর্পাশ জুড়ে-
হেঁটে চলে কুত্‍সিত তাড়না!
বিনিময় স্বর্গরাজ্যে পেতে চাই অষ্টাদশী অথবা ষোড়শী!
কঙ্কাল কামনা কভু কমেনা কিছুতে!
ভিতরে ভিতরে হয়ত হয়ে গেছি অমানুষ কোন!