ওই পথে কিবা আছে যেই পথে তুমি নিত্য হাঁট?
সকাল-বিকাল আমি বসে রই আধোমুখে একা ।
পথের দু'ধার ঘেঁষে মৃদু বাতাসেরা খেলা করে অবিরত,
ভেসে আসে সুঘ্রাণ তোমার!


বসে রই স্ব-বান্ধব তবু আমি একা-
বারেবারে তোমাকেই মনে পড়ে শুধু!
গল্পে গল্পে বহুক্ষণ চলে যায় কালের ভূ-গর্ভে!
কিছু স্মৃতি পড়ে থাকে পথের ধূলায়-
আমি তাকে গায়ে মাখি পরম আদরে!


কতকিছু ঘটে যায় চোখের সম্মুখে-
তবু যেন রয়ে যায় আড়ালে আড়ালে
ধোঁয়া দিয়ে ঢাকা সব মায়াহীন বিভীষিকাময়,
আমার দু'চোখ শুধু তোমাকেই দেখে!
ও পথের বৃক্ষগুলি উড়ে তোমার চুলের মত;
মেঘের পালক হয়ে ছেঁয়ে থাকে আকাশ আমার ।
এত কিছু পাই বলে-
দিন হোক রাত হোক; আমার কেবল ওই পথই ভাল লাগে ।


15/07/2014