দীর্ঘ সময় ব্যয় করেছি এখনতো আর নয়
পোড়ামুখী তোর জ্বলনে হয়ে গেছি ক্ষয়,
ক্ষয়ে যাওয়া হৃদয় জুড়ে কালো মেঘের ভেলা
দিবানিশি খেলে সে যে সর্বনাশের খেলা ।


আর কি বাকি সর্বনাশের সব গিয়েছে চলে
এখন আমার শুন্য বুকে তুষের আগুন জ্বলে,
ধুকে ধুকে জ্বলে সেতো তিলে তিলে মারে
তীরের মত হুল ফুটিয়ে কাঁপন ধরায় হাড়ে ।


স্মৃতিবুকে হন্যে হয়ে ছুটছি অবিরাম
এত ভালবেসেও তবু পাইনি কোন দাম!
আরতো কোন চাওয়া নেই, নেইতো অভিলাষ
এত্ত সাধের ভালবাসা হয়ে গেছে ঘাস ।


রিক্ত মনে নিত্য বাজে অবিনাশী বীণ
ভালবাসার ইন্দ্রজালে বাড়ল শুধু ঋণ!
ঋণের দেনায় অহরহ ঝরে শুধু জল
কি ক্ষতি তোর করেছিলাম একবার এসে বল?


16/06/2014
রাত্রি12:27