চলতে পথে হঠাত্‍ কেগো(?) সামনে এলে আমার!
বাম পাঁজরে ধুকপুকানি চৈত্র মাসের খরার ।
কাজলকালো চোখের মায়া দারুন স্বেচ্ছাচারী,
স্বর্গ থেকে নেমে আসা কোনসে তুমি নারী ।


ঢেউ খেলানো অঙ্গে তোমার এক সমুদ্র জল,
উষ্ণ ছোঁয়ায় নামে ধরায় ঝর্ণাধারার ঢল ।
মেঘের মত কৃষ্ণবর্ণ তোমার এলোকেশ,
এক পলকের একটু দেখায় কাটেনাতো রেশ!


ভুবন জয়ী হাসি তোমার বড়ই ব্যতিক্রম,
সেই হাসিতে মাতাল আমি, হয় যে মতিভ্রম!
মতিভ্রমে মত্ত আমি তোমাকেই কাছে চাই
শৌখিন করো জীবন আমার তোমার ভালবাসাই ।