অন্ধকার গ্রাস করে আছে চতুর্দিক-
ভয়াবহ নিঃসঙ্গতা আনাচে-কানাচে বিদ্যমান ।
শিল্পের বিশুদ্ধ সত্ত্বা রাতের আঁধারে ভূ-লুণ্ঠিত,
যেখানে সচরাচর মেঘ-পাহাড়ের আলিঙ্গন দৃশ্যমান!
চিত্রিত শিল্পের সিংহাসন
প্রতিস্থাপিত; লোলুপ আঁধারের হাতে!
সংকীর্ণ তার হাতে ব্যাপৃত জিঘাংসার শেকল
উচ্ছ্বাসে দাপিয়ে চলে একাকীত্বের অবিচ্ছিন্নতা!
হতচ্ছাড়া আকাশেও মাতাল নক্ষত্র উপস্থিত
ছায়াপথ জুড়ে প্রিয়তমা নেই! তবু
ঢুলু ঢুলু চোখ মেলে আছে অযথাই!