কবিতার নাম: আমপান
কবি কনক প্রভা বকসী


আমপান একটি ঘূর্ণিঝড়
নাম দিয়েছে জনগণ
আসছে ধেয়ে ঘূর্ণিঝড়
কখন হানবে এ বিপদ..!!
ভয়ে সবাই জড়ো সড়ো
আবার যে কি আছে কপালে?
এক যন্ত্রণায় মরছি মোরা
নাম তার করোনা।।
আবার কেন আসতে হবে?
ঘূর্ণি ঘূর্ণি ঝড়..!!
প্রকৃতির কাজ প্রকৃতি করবে
কারো করার কিছুই নাই
সৃষ্টির আদি থেকে সব
তৈরি করা আছে..!!
আকাশেতে আছে যত সৌরজগতের দল
দেয় বৃষ্টি দেয় রোদ দেয় বাতাস দেয় আলো
সবই আসে আকাশ থেকে নেমে..!!
উঁচু থেকে পড়লে পারে
মাটিতে এসে পড়ে
মাটিতে পড়লে আঘাত পায়
আকাশে যত সৌর সম্পদ আছে...!!
যখন তারা রুষ্ট হবে
খেয়াল খুশি মতো
হানবে আঘাত পড়বে
তাহা মাটিরই উপরে...!!
দূর্যোগের প্রভাব পড়ে
পৃথিবীর সবকিছুর উপরে
কথা বলতে পারে কেবল
মানুষ নামের জাতি...!!
তাঁরা কান্দে চিৎকার করে
বুঝায় আমরা পাচ্ছি অনেক কষ্ট
গাছ ভাঙ্গে নদী ভাঙ্গে
ভাঙ্গে ইমারত...!!
সব তাঁরা সহ্য করে কিছু বলে না
ঘূর্ণি নিয়ে আতঙ্ক করার
কিছুই নাই...!!
ধেয়ে আসবে চলে যাবে
এইতো তাহার কাজ
বলো সবাই ক্ষমা করে দাও
এবার তবে বাঁচি...!!