নদী কেন আঁকাবাঁকা..?
চক্ষু কেন টানাটানা..?
নদীর নাই সীমারেখা
তাই যে চলে এঁকেবেঁকে।
গ্রাম বাংলার পথঘাট,
ভেঙ্গে করে উজার..!!
তাঁহার রূপের সৌন্দর্য,
নিজেই হারিয়ে ফেলে।
খরা এলে চুপ হয়ে যায়;
বর্ষা এলেই মুখ খুলে তাই,
দেখায় সে যে কত শক্তি..?
আছে তাঁহার ভিতর।।


রচনাকাল: ১৯-১১-২০২০
সময়: বিকাল ৪:৩০ টায়
দিনাজপুর।